IELTS এর সাতকাহন – A to Z of IELTS Preparation

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img
যখনই IELTS এর জন্যে প্রিপারেশন নেওয়ার ডিসিশান শুরু হয় সাথে সাথে বেশিরভাগ মানুষ চোখ কান বুজে কোচিং এ ভর্তি হয়ে যায়। IELTS এর জন্যে কোচিং করেছেন এমন ভাইয়া আপু বা যে কারো সাথেই কথা বললে বুঝতে পারবেন কোচিং সেন্টারে ভর্তি হয়ে তেমন কোন লাভ হয় না। রাস্তাঘাটে যখন “IELTS এ গ্যারান্টি সহকারে ৭+ পাইয়ে দেওয়া হয় এ টাইপের বিজ্ঞাপন দেখবেন তা থেকে ১০০ হাত দূরে থাকবেন। কোচিং এ ভর্তি হলেই যে IELTS এর ব্যাপারে আপনি এক্সপার্ট হয়ে যাবেন ব্যাপারটা এরকম না। IELTS Coaching Center বড়জোর ডিরেকশন দিতে পারে, আপনি সেই ডিরেকশন ২০০ টাকার বইতেও পাবেন। কোচিং সেন্টার তো আর আপনাকে হাতে ধরে শিখিয়ে দিবে না, ওখানে গেলে বরং টাইম লস। আমি নিজেও কোথাও IELTS কোচিং করিনি । পরিচিত অনেকি আছেন যারা IELTS ইন্সট্রাকটর হিসেবে কাজ করছেন বিভিন্ন প্রতিষ্ঠানে, তাদের সাজেশন অনুযায়ী আমি যেসব বই অনুসরন করেছি তা নিয়ে এই লেখাটা লিখলাম।

IELTS এর যেসব প্র‍্যাকটিস ম্যাটেরিয়ালস এর দরকার পড়বে তার একটা লিস্ট দিলাম:

  1. The Official Cambridge Guide to IELTS:
    এটা হচ্ছে অনেক টা টেক্সটবুকের মতো – IELTS পরীক্ষার জন্য, আর বাকিসব পরীক্ষার মতোই এখানে পাঠ্যবিষয়ের পাশাপাশি কিছু নিয়মকানুন অনেক গুরুত্বপূর্ণ। ইংরেজিতে ভাল জ্ঞান থাকা সত্ত্বেও ভালো টেকনিক জানা না থাকায় অনেকে আশানুরূপ ফলাফল করতে পারে না, অনেক কম স্কোর আসে। IELTS এর এসব খুঁটিনাটি দেওয়া আছে এই বইটাতে। বইটার আরেকটা ভালো  দিক হলো প্রতিটি সেকশন : Reading, Listening, Writing, Speaking এর জন্যে এখানে অনেক এক্সারসাইজ প্রবলেম দেওয়া আছে।
  2. Mentors IELTS Guide: মেন্টরস এর এই বইটাতে IELTS এর Rules & Regulations, Marks Distribution এবং পাঠ্যবিষয় সম্পর্কে বাংলায় খুব ভালো ধারণা পাবেন। নীল ক্ষেতে বইটা কিনতে পাওয়া যায়(সিডিসহ)। দাম ২৫০-৩৫০ টাকা।এই বইটা দিয়ে আপনি আপনার প্র্যাকটিস শুরু করতে পারেন। এটা পড়ে পরীক্ষার যাবতীয় নিয়মকানুন ও পরীক্ষার ধরণ নিয়ে একটা ধারনা হবে।
  3. Cambridge Practice Tests for IELTS Book(1-11):  এই বইয়ের সেট ১৪ টা – পাবেন নীলক্ষেতে। বইয়ের সাথে সিডি না কিনে ইন্টারনেট থেকে ডাউনলোড করে নেওয়াই ভালো। মূলত এই বইগুলা প্র্যাকটিস করেই সবাই IELTS দিয়ে থাকে। এই বইগুলো IELTS এর জন্যে মোটামুটি বাধ্যতামূলক। সময় একেবারে কম থাকলেও সর্বশেষ প্রকাশিত বইগুলো বিশেষ করে IELTS Practice Tests Book(৭-১৪) অবশ্যই সলভ করে যেতে হবে। এইগুলো সলভ না করে IELTS এর এক্সাম দিতে যাওয়া কোনভাবেই উচিত না।
সিরিয়াল অনুযায়ী উপরোক্ত লিস্টের বইগুলা প্র্যাকটিস করলে ILETS তুলনামূলক অনেক সহজ লাগবে। পাশাপাশি ইউটিউবে কিছু ভিডিও লেকচার দেখতে পারেন। স্পেশালি  “Learning English with Emma” (20 টা ভিডিও) চ্যানেলটাতে মোটামুটি অনেক সহজ করে বোঝানো হয়েছে।
আর প্র‍্যাকটিস শুরু করবেন Reading দিয়ে, কারণ এই সেকশন টা আমাদের সবচেয়ে পরিচিত লাগবে, অনেকটা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের seen comprehension এর মত। এরপর পর্যায় ক্রমে Listening তারপর Writing. লিসেনিং এ ভাল করতে Subtitle ছাড়া হলিউড মুভি বা টিভি সিরিজ দেখতে পারেন। একবার না বুঝলে পজ করে আবার শুনুন। ভাল হয় আগে দেখা টিভি সিরিজ বা মুভি সাবটাইটেল ছাড়া পুনরায় দেখা এবং মনযোগ দিয়ে শোনা। স্পিকিং এর জন্যে একজন ফ্রেন্ডের সাথে রেগুলার ইংরেজিতে কথা বলা প্র‍্যাকটিস করতে পারেন। আর অবশ্যই অবশ্যই মূল পরীক্ষার আগে ইউটিউবে বেশ কিছু Sample IELTS Speaking Session দেখে নিবেন। ফরম্যাট বুঝে নিতে সুবিধা হবে। আর পরীক্ষা দেওয়ার মিনিমাম ৬ মাস আগে থেকে “একটু একটু” করে প্র্যাকটিসের অভ্যাস করবেন।শেষ মুহূর্তে এসে সব কিছু একবারে করতে গেলে ভাল স্কোর নাও আসতে পারে। আর রেজিস্ট্রেশন করবেন পরীক্ষার দুই মাস আগে। এই দুই মাস ভাল করে প্রিপারেশন নিতে হবে। রেজিস্ট্রেশন করে ফেলার পর মাথায় একটা ডেডলাইন থাকে যা নিয়মিত প্রিপারেশনে সহায়ক।
যাই হোক, ধন্যবাদ এতোক্ষণ কষ্ট করে লেখাটা পড়ার জন্যে।
IELTS এ আমার Overall Band Score ছিল 7.0 That doesn’t mean I am an expert..আমি শুধু পরীক্ষা দেওয়ার অভিজ্ঞতা থেকে যা শিখেছি তাই শেয়ার করছি আপনাদের সাথে। ভুল হলে ক্ষমাসুন্দর দৃষ্টিতে দেখবেন ।কোন প্রশ্ন থাকলে কমেন্ট করতে পারেন।

Loading

তিতুমীর
তিতুমীর
Hey, I’m Anonymous Ahmed Founder of RoarEkattor.com Apart from this, I am also running Youtube Channel where I share practical stuff related to lifestyle, cooking, healthcare, higher study, and lots more. I am in the blogging field since 2014 but got my first online dollars after struggling for 2 years.
Latest news
- Advertisement -
Related news
- Advertisement -spot_img

1 COMMENT

  1. You have made some really good points there. I checked on the internet for
    more information about the issue and found most people will go along
    with your views on this web site.

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here