বিশ্ববিদ্যালয় পরিচিতিঃ ফ্লোরিডা আটলান্টিক বিশ্ববিদ্যালয়

- Advertisement -spot_imgspot_img
- Advertisement -spot_imgspot_img

১৯৪২ সাল ২য় বিশ্ব যুদ্ধের সময় আটলান্টিকের তীরে ইউ এস আর্মি দ্বারা পরিচালিত “Boca Raton Army Air Field” কে তৎকালীন ৩৬ তম আমেরিকান প্রেসিডেন্ট Lyndon Baines Johnson অফিশিয়ালি চালু করার ঘোষনা প্রাদান করেন ।সেটিই এখন ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি নামে পরিচিত এবং এখানে রয়েছে সাতটি ক্যাম্পাসে – ৫০০০০ এর ও বেশি শিক্ষার্থী ৫০ টির ও বেশি সাব্জেক্টে পড়াশুনা চালিয়ে যাচ্ছেন । ফ্লোরিডা আটলান্টিক ইউনিভার্সিটি এর মুল এবং সবচেয়ে বড় ক্যাম্পাস ফ্লোরিডা তথা আমেরিকার অন্যতম দৃষ্টিনন্দন শহর বোকা রতনে অবস্থিত । এই ক্যম্পাসের ২ মাইল দূরে বিশাল আটলান্টিক মহাসাগর আর ২৫ মাইল দূরত্বে Fort Lauder-dale “Hollywood International Airport” এবং “Palm Beach International Airport” । মায়ামি শহর মাত্র ৪৫ মাইল দূরে অবস্থিত ।

  • কোন কোন সাবজেক্ট পড়া যাবে ?

ইঞ্জিনিয়ারিং, ন্যাচারাল সাইন্স, হেলথ সাইন্স, মাথেম্যাটিকস, বিজনেস আমরা বাংলাদেশিরা যেসব সাবজেক্ট পড়তে চাই, মোটামুটি সবই আছে। আরো জানতে নিচের লিংক থেকে ঢুঁ মেরে আসতে পারেন।
http://www.fau.edu/graduate/programs/index.php
আন্ডারগ্র্যাড, মাস্টার্স, পিএইচডি, সার্টিফিকেট সবই পড়া যাবে। পিএইচডি আর মাস্টার্সে ইউনিভার্সিটি সাধারণত ফান্ড দিয়ে থাকে। প্রফেসর রাজি থাকলে সম্ভব। আরএ থেকে টিএ পাবার সম্ভবনা বেশি এখানে ।

Florida-Atlantic-University

  • আবেদন করতে কি কি লাগবে ?

Application Fee: $30
Transcripts Under-grad/Masters CGPA: Minimum 3.00 

পূর্ববর্তী সকল ডিগ্রির একটা করে NACEES listed ইভালুয়েটর দিয়ে ইভালুয়েট করতে হবে ।তবে, গ্রাজুয়েট কলেজে ইভালুয়েশনের ব্যবস্থা আছে ফ্রি তে , সেক্ষেত্রে আগেই আগের স্কুলের অফিশিয়াল ট্রান্সক্রিপ্ট পাঠাতে হবে সিল করা খামে । এখানে ডিরেক্ট পিএইচডি প্রোগ্রামে এপ্লাই করা যায় কিন্তু সেক্ষেত্রে এন্টিসিপেটেড প্রোফেসরের রেকমেন্ডশন লাগবে।

  • জি আর ই রিকোয়ারমেন্টস:

বাঁধা-ধরা কোন নিয়ম নাই, তবে ৩০৫+ থাকলে ফান্ড আশা করা যায়। 295-300 এর আশে পাশে থাকলে এডমিশন পাওয়া যাবে । এখানে এপ্লাই করছে কিন্তু এডমিশন পাইনাই খুব কম শুনেছি এমন প্রোফাইলে ।

  • আইএলটিএস স্কোর:

TOEFL 79 অথবা IELTS 6.5
Statement of Purpose
Recommendations Letter
Application Deadline: February 15

কিন্তু প্রফেসর চাইলে এমনও শুনেছি যে মে মাসেও এপ্লাই করে ফান্ড পাইছে । http://www.fau.edu/graduate/applyonline/ – এখান থেকে ডিটেইল ইনফো সহ এপ্লিকেশনের সব কিছু পাওয়া যাবে

 

Loading

তিতুমীর
তিতুমীর
Hey, I’m Anonymous Ahmed Founder of RoarEkattor.com Apart from this, I am also running Youtube Channel where I share practical stuff related to lifestyle, cooking, healthcare, higher study, and lots more. I am in the blogging field since 2014 but got my first online dollars after struggling for 2 years.
Latest news
- Advertisement -
Related news
- Advertisement -spot_img

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here